শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেরোবিতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

রংপুর প্রতিনিধি : সবুজ বাহন, স্বচ্ছ তটিনী’ শ্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০১৮ পালন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপলস্ এর আয়োজনে একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে সিদ্দিক মেমোরিয়ার স্কুল এন্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে নদীবিষয়ক সচেতনতামূলক আলোচনার পর নগরীর ঘাঘট নদের পাশে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপলস্’র পরিচালক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে এ কর্মসূচিতে সমন্বয় ও সঞ্চালনা করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক উমর ফারুক।
এতে আরও অংশ নেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক আশান-উজ-জামান, সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love