মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈকালী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় লাবু

স্টাফ রিপোর্টার : বৈকালী নাট্য গোষ্ঠীর সভাপতি ও প্রাক্তন পৌর মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেছেন নাটক হচ্ছে সমাজের দর্পণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে নাটককে আমাদের কাজে লাগাতে হবে৷ বৈকালী নাট্য গোষ্ঠীর একটি ঐতিহ্য রয়েছে৷ সারা বাংলাদেশে এককালে এর যে পরিচিতি ছিল তা আমাদের ধরে রাখতে হবে৷

গতকার রোববার বৈকালী নাট্য গোষ্ঠীর বাহাদুর বাজারস্থ কার্যালয় ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন৷ স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পোদ্দার হিরু বলেন আমাদের প্রজন্মকে নাট্যকলা বিষযে জানাতে হবে৷ নাটক জীবনের কথা বলে, এই শ্লোগান আমাদের প্রজন্মদের কাছে পৌঁছে দিতে হবে৷ সভায় অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশী কুমার দাস ঝন্টু, সৈয়দ আহমেদ সিদ্দিক, এ্যাড. কেরামত হোসেন, মোঃ সফিউদ্দিন আহম্মেদ, সৈয়দ মনছুরুল হোসেন ডাবলু প্রমুখ৷

শেষে কফিল উদ্দিন-এর নেতৃত্বে বৈকালীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Spread the love