শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ মাদক প্রতিরোধে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন পৌরসভা এলাকার চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক স¤্রাট ও মাদকসেবীদের খুজে বের করতে বোচাগঞ্জ থানা পুলিশ কর্তৃপক্ষ প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম দিনাজপুরে যোগদানের পর মাদক নির্মুল করতে জেহাদের ঘোষণা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় এবার বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউপ প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আটক করে আইনের আওতায় আনছেন। তিনি বিভিন্ন সময় এলাকাবাসীর সাথে মত বিনিময় করতে গিয়ে বলেন, আপনাদের নিজ নিজ সন্তানদের চোখে চোখে রাখুন তারা যেন কখনো মাদক সেবনের সাথে জড়িয়ে না পরে। পুলিশ প্রশাসনের একার পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। এলাকাবাসী সহযোগিতা করলে আমরা অবিলম্বে মাদকমুক্ত উপজেলা গড়ে তুলব। গত ২১ এপ্রিল একজন সচেতন ব্যক্তি মাদকের করণে তার নিজ সন্তানকে ওসির হাতে সপোর্দ করেছে। ইতিপূর্বে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে মোঃ শেখ জামাল, মোঃ শেখ কামাল, সজিব রায়, মোঃ হামিদুল ইসলাম, মোঃ কাদের, মোঃ রুবেল ও মোঃ রনির বিরুদ্ধে স্থানীয় জনৈক সাংবাদিক সংবাদ প্রকাশ করলে উপরোক্ত মাদকসেবীরা বলেন, সাংবাদিকের ছেলেদেরও আমরা মাদকে আসক্ত করে ছাড়ব।

Spread the love