শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জের কৃষক/কৃষাণীরা ফসলের মাঠ প্রস্তুত ও বোরো ধানের লাগানো নিয়ে ব্যাস্ত সময় পার করছে

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ২০১৭-১৮ রবি মৌসুমে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষক/কৃষাণীরা ফসলের মাঠ প্রস্তুত ও বোরো ধানের চারা লাগানো নিয়ে ব্যাস্ত সময় পার করছে। চলতি মৌসুমে এ উপজেলায় ৯হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯৩৫ হেক্টর জমিতে উফশী ও ২৯০ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চারা লাগানো হবে। ৭ ফেব্র“য়ারী ২০১৮ ইং পর্যন্ত কৃষকরা ২১০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন সম্পন্ন করেছে। আগামী সপ্তাহের মধ্যে চারা রোপন পুরোদমে শুরু হবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় জানান, লাইনে চারা রোপন, লোগোভো এবং পার্চিং প্রযুক্তি অনুসরণ করে শতভাগ জমিতে বোরো ধানের চারা রোপনের জন্য কৃষি বিভাগ হতে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও পরামর্শ অব্যাহত রয়েছে। এই তিনটি প্রযুক্তি ছাড়াও সুষম সারের ব্যবহার, জৈব সারের ব্যবহার এ.ডাব্লু.ডি প্রযুক্তিতে সেচ প্রদান, গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করছে উপ-সহকারী কৃষিকর্মকর্তাগণ।

Spread the love