মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আমন রোপনে ব্যস্ত কৃষকরা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ চলতি রোপা আমন মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় পর্যাপ্ত বৃষ্টি পাত হওয়ায় বোচাগঞ্জের কৃষকরা বর্তমানে তাদের ফসলের মাঠ প্রস্তুত ও রোপা আমন  ধানের চারা লাগানো নিয়ে ব্যস্ত সময় পার করছে। যদিও কৃষকরা গত বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার হতাশা এবং আর্থিক তি এখনও কাটিয়ে উটতে পারেননি। তার পরও তারা বর্তমান কৃষক বান্ধব সরকারের প্রতি আত্মবিশ্বাস রেখে নতুন আশায় বুক বাঁধছেন। তাদের বিশ্বাস বোরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার ফলে কৃষকের যে পরিমান আর্থিক তি হয়েছে  চলতি রোপা আমন মৌসুমে ধানের ন্যায্য মূল্য নির্ধারনের মাধ্যমে সরকার কৃষকের সে তি পুরন করে দেবে। উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৫ হাজার ৫৩৪ হেক্টর জমিতে আমন চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল উফশী জাতের রোপা আমন ধান চাষ করা হচ্ছে ১৫ হাজার ৫৩৪ হেক্টর জমিতে এবং স্থানীয় সুগন্ধি জাতের রোপা আমন চাষ করা হচ্ছে ৩৭১ হেক্টর জমিতে। হাইব্রীড ১২০ হেক্টর। বীজতলার ল্যমাত্রা নির্ধারণ করা না হলেও বীজতলা অর্জিত হয়েছে ১০৬৮ হেক্টর। তাছাড়া চলতি মৌসুমে উপজেলায় ৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজতলা বিতরনের মাধ্যমে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ জাতের পুষ্টিকর ধান আবাদ করা হচ্ছে। এেেত্র উপজেলায় ৪৩ হাজার ২২৯ মেট্রিক চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। তাই বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এ উপজেলায় এবার ধানের চারার তেমন কোন সংকট হবেনা বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ। ধানের বাম্পার ফলন উৎপাদনে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বেশ কিছু কর্মসুচী ও পদপে গ্রহন করেছে।

Spread the love