শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আলোর ফাঁদ পেতে ফসলের ক্ষতিকর পোকা সনাক্তকরণ কার্যক্রম শুরু

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : অতন্দ্র জরিপ, বালাইয়ের পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কার্যক্রমের আওতায় বোচাগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্দ্যোগে গত রবিবার সন্ধায় উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের মতিজাপুর সিদাহার এলাকায় আলোর ফাঁদ পেতে ফসলের ক্ষতিকর পোকা যেমন বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা), মাজরা পোকা, চুঙ্গি পোকা ও পাতা মোড়ানো পোকা কৃষকদের চিনিয়ে দেন কৃষি কর্মকর্তাবৃন্দ। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ রাসেল মামুন সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ রহিম ছাড়াও মতিজাপুর সিদাহার এলাকার সকল কৃষক, হরিশ চন্দ্রপুর আইপিএম কৃষক ক্লাব ও মতিজাপুর আইসিএম ক্লাবের সদস্যবৃন্দসহ আশপাশ এলাকার কৃষকগন উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, অতন্দ্র জরিপ, বালাইয়ের পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ কার্যক্রম অনুসরণ করে ফসলের রোগ বালাই দমন, ফসলের উৎপাদন খরচ কমানো এবং প্রাকৃতিক দূর্যাগের হাত থেকে ফসলকে রক্ষা করা সম্ভব। ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে সেই সাথে কৃষকরা বেশী লাভবান হবে।

Spread the love