শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে এসএসসি পরীক্ষার ১ম দিনে পরীক্ষা দিতে এসে মা  হয়েছেন জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শীলা আক্তার।

বৃহস্পতিবার সকালে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শীলা আক্তার নামে এক পরীক্ষার্থী সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার রোল নং- ৬৬৮১৫৮। পরীক্ষার মাঝামাঝি সময়ে ঐ পরীক্ষার্থীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করি। পরে সেখানে সে একটি ফুটফুটে সুস্থ্য পুত্র সন্তানের জন্ম দেয়।

বর্তমানে সন্তানসহ মা সুস্থ্য এবং ভালো আছেন বলে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ নাজমুল ইসলাম জানান।

পারিবারিক সুত্রে জানা গেছে, বছর খানিক আগে বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীন এর স্কুল পড়ুয়া কন্যা শীলা আক্তারের পাশ্ববর্তী উপজেলা কাহারোলের উচিৎপুর গ্রামের মোঃ মামুন এর সাথে বিয়ে হয়।

Spread the love