শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ৪অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০১৬-১৭ অর্থ বছরে রবি ও খরিব-১ মৌসুমে গম, ভুট্ট্রা, সরিষা ও গ্রীষ্মকালীন মুগডাল উৎপাদনে কৃষি প্রনোদনা কর্মসূচী বাবদ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপিও এমওপি) সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রনোদনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রনোদনা কার্যক্রমের  শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এসময় ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ  আহসান আলী, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ রাসেল মামুন সরকারসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উপজেলার ৫২৫জন কৃষকের প্রত্যেককে ২০কেজি গম বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি, ২৯০জন কৃষককে ২কেজি ভুট্ট্রা বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, ৩৬০জন কৃষককে ১কেজি সরিষা বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি এবং ৯০জন কৃষককে ৫কেজি গ্রীষ্মকালীন মুগডাল বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার সহায়তা প্রদানসহ সর্বমোট ১হাজার ২৬৫জন কৃষকের মাঝে এ প্রনোদনা দেয়া হয়।

Spread the love