শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবলে চ্যাম্পিয়ন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

৪৩ তম বাংলাদেশ গ্রীষ্মকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪ বোচাগঞ্জ উপজেলা পর্যায়ে ফুটবল খেলায় পুরুষ বিভাগে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে খনগাঁও উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি মেয়েদের বিভাগে উপজেলা পর্যায়ে রানার্সআপ হয়েছে।
গত ২৫ আগষ্ট বিকালে সেতাবগঞ্জ বড়মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ২০১৩ সালে স্কুলটির দায়িত্ব নেয়ার পর লেখাপড়ার মানন্নোয়নের পাশাপাশি তিনি খেলাধুলায় ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ প্রদান করায় ৪৩ তম শীতকালীন-২০১৪ সালে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় পরবর্তী তারা রংপুর বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

Spread the love