শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের ভূমি ইস্যুতে মত বিনিময় সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বুধবার সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে এবং হেকস্ ইপারের সহযোগিতায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে দলিত ও আদিবাসীদের ভূমি ইস্যুতে সংবেদনশীল করণের উদ্দেশ্যে ভূমি অফিসের কর্তকর্তা, রাজনৈতিক নেতা ও মুল স্রোতধারার নেতৃবৃন্দের সাথে   এক মত বিনিময় সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ শাহান পারভেজ, প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, ল্যান্ড অফিসার শাহ মোঃ আমিনুল হক, প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজা হেম্রম, সাধারণ সম্পাদক মিনা ঋষি সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় বক্তারা দলিত আদিবাসীদের খাস জমি, আবাসন, শ্বশান ঘাট নিশ্চিত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

Spread the love