শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে নিরাপদ প্রসূতি কেন্দ্র ও আবাসন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুরে) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজস্ব চত্ত্বরে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের মোবালাইজেশনের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসূতি কেন্দ্র এসবিএ আবাসন  নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কোইকা-জিএনবি সিএইচ ডব্লিউ প্রকল্পের অধীনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২৪/৭ সার্বক্ষণিক নিরাপদ প্রসূতি কেন্দ্র ও এসবিএ আবাসন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মাইনুল, এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিককার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, ঈশানিয়া ইউনিয়ন চেয়ারম্যান উৎপল রায় বুলূ, ১নং নাফানগর ইউনিয়ন চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, গুড নেইবারর্স বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির ম্যানাজার রতন বালা, কোইকা বোচাগঞ্জ শাখা ম্যানাজার কর্নেল, প্রকল্প অফিসার সাইনি, অফিসার এডমিন কলিন্সসহ পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প পেট্রোনাইজিং কমিটির সদস্যবৃন্দসহ প্রকল্প ও কর্ম এলাকার মানুষ উপস্থিত ছিলেন।  জিএনবি প্রকল্পের এ নির্মাণ কাজটি ১নং নাফানগর ও ২নং ঈশানিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজস্ব চত্ত্বরে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের মোবালাইজেশনের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।  গত ৪ জুলাই ২০১৯ উক্ত প্রকল্প বাস্তবায়নে গুড নেইবারস বাংলাদেশ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে একটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি গুড নেইবারস এর সাথে আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

Spread the love