শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥  খরিব-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যো বীজ ও রাসায়নিক বিতরণ কার্য্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর ২১০ বিঘা জমির জন্য ২১০ জন প্রান্তিক কৃষকের প্রত্যোকের মাঝে ৫কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০কেজি এমওপি, ১০কেজি ডিএপি সার বিতরণ করেছে। এর মধ্যে ১৯৫ জন কৃষককে উফশী আউশ ও ১৫ জন কৃষককে নেরিকা আউশ ধান বীজ প্রদান করা হয়। এছাড়া উফশী আউশ চাষীদের সেচ সহায়তা বাবদ ৫শ ও নেরিকা আউশ চাষীদের সেচ সহায়তা ও আগাছা দমনের জন্য ব্যাংক একাউন্টে ১হাজার টাকা প্রদান করা হবে বলে কৃষি অফিস জানিয়েছে। প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ,সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন নাবু প্রমুখ।

Spread the love