মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের উদ্দ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্প

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত ১১ই মার্চ রবিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের জালিহর পাড়া ও ১নং নাফানগর ইউনিয়নের ময়দান পাড়া এবং নাফানগর আবাসন গ্রামে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্পের উদ্দ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে জালিহর  গ্রামের  ১৩টি পরিবার, ময়দানপাড়া গ্রামের ১০টি পরিবার ও নাফানগর আবাসন গ্রামের ১৪টি আদিবাসি পরিবারসহ মুলশ্রোতধারার ১৬টি পরিবারের  মোট ১৮৭টি গবাদি প্রাণিকে এনথ্রাক্স রোগের ভ্যাকসিন দেয়া হয়। উক্ত ক্যাম্পে বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাণিসম্পদ সহকারী মোঃ জহুরুল ইসলাম ও প্যারাভেট মোঃ দুলাল হোসেন ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করেন।  এসময় প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (মার্কেট ডেভলপমেন্ট), ভিসিএফ ও সিএফ গন উপস্থিত ছিলেন।

Spread the love