শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে শিল্পকলা একাডেমির আয়োজনে নবান্ন উৎসব

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ “এসো মিলি সবে নবান্নের উৎসবে” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে নবান্ন উৎসবের শোভাযাত্রা করেছে উপজেলা শিল্পকলা একাডেমি। সকাল ৯টায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আবৃত্তি, নৃত্য ও বাউল সংগীত আয়োজনের পাশাপাশি অতিথিদের পায়েস আপ্পায়নের মধ্যে দিয়ে মিষ্টি মুখ করানো হয়। র‌্যালীতে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ শামীম আজাদ সহ শিল্পকলা একাডেমির সকল শিক্ষক, কলাকৌশলী এবং শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নবান্ন উৎসবের শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও সদস্য সচিব মোঃ শামীম আজাদ।

Spread the love