শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে সচেতনা মুলক মতবিনিময় সভা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শান্তিপূর্ণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি মহল দেশে নির্মানাধীন পদ্মা সেতু নিয়ে একটি গুজব ছড়িয়ে ছিল পদ্মা সেতুতে ১ হাজার মানুষের মাথা লাগবে এমন গুজবের পরিপ্রেক্ষিতে সারাদেশের অভিভাকদের মাঝে ছেলে ধরা আতংক দেখা দেয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির স্বীকার হয়ে বেশ কয়েক জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এছাড়াও অনেকে আহত হয়েছে যা কারোই কাম্য ছিল না। এই পরিপ্রেক্ষিতে গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য গতকাল ২২জুলাই সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অনাকাঙিখত ঘটনাবলী নিয়ে বোচাগঞ্জ উপজেলার সুশিল সমাজ, স্কুলপ্রধান, জন প্রতিনিধি,আইন শৃংখলা বাহিনী, সাংবাদিক ও ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সচেতনা মুলক এক মতবিনিময় সভা করেছে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ,ইউপি চেয়ারম্যান যথাক্রমে,মোঃ জাফরুল্লাহ, মোঃ কফিল উদ্দীন, মোঃ আনিসুর রহমান,সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, ছেলে ধরা সন্দেহে যদি কোন ব্যাক্তি বা মহিলাকে আটক করা হয় তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করার অনুরোধ জানান।    

Spread the love