শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২২ জুলাই রবিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত সেতাবগঞ্জ বড় মাঠ সংলগ্ন স্থানে বেলুন ও পায়রা উড়িয়ে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। মেলার উদ্বোধন উপলক্ষ্যে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, একটি দেশের প্রাকৃতিক ভার সাম্য রক্ষায় ২৫ শতাংশ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বন আছে ১৫ থেকে ১৭ শতাংশ। তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি নাগরিককে বেশী বেশী গাছ লাগানোর আহবান জানান। এ সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন নাবু। আলোচনা সভার পূর্বে মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Spread the love