শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি উন্মুক্ত জলাশয়ে পেনামাছ অবমুক্ত

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ মঙ্গলবার সকালে বোচাগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি উন্মুক্ত জলাশয়ে/ প্রাতিষ্ঠানিক, সরকারী পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে ধনতলা শাহ্পাড়া পুকুরে ৩০কেজি পোনামাছ ছেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ, বিশিষ্ট মৎস্য চাষী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, একটি বাড়ী একটি খামার কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ৬টি ইউনিয়ন পরিষদ এর পুকুর এবং কেড়ালগাও বিলসহ মোট ২০টি উন্মুক্ত জলাশয়ে/ প্রাতিষ্ঠানিক, সরকারী পুকুরে ৪শ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

Spread the love