বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাসুমা বেগমের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সরল চন্দ্র রায়ের কাছে লিখিত অভিযোগ করেছে বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামের শ্রী অবিনাশ চন্দ্র রায়৷ অভিযোগ জানাগেছে, গত ২৪ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময় অবিনাশ চন্দ্র রায়ের গর্ভবতী স্ত্রী মলি­কা রানী রায়ের প্রসব বেদনা উঠলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে তার স্বজনরা৷ সেখানে কর্তব্যরত ডাঃ মাসুমা বেগম থাকলেও তিনি রোগীর কাছে আসেন নি৷ তিনি নার্স দিয়ে রোগীর চিকিত্সা করান৷ রোগীর প্রসব বেদনা বেড়ে গেলে রোগীর আত্মীয় স্বজনরা ডাঃ মাসুমা বেগমের কাছে ছুটে যান সেখানে রোগীর আত্মীয় স্বজনের সাথে অসৌজন্য মূলক আচরন করেন ডাঃ মাসুমা বেগম এবং তাদের গালিগালাজ করেন৷ এমনকি বেশি কথা বললে ঘার ধরে হাসপাতাল থেকে বাহির করার হুমকি পর্যন্ত দেন তিনি৷ রাত আনুমানিক ৩টার দিকে নার্সদের সহযোগিতায় রোগীর পুত্র সন্তান হয়৷ এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সরল চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷

Spread the love