বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ॥ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় শুরু হয়েছে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন এবং বিক্রি কার্যক্রম। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাধ্যমে হাতে কলমে কৃষক- কৃষানীদের বিষমুক্ত সবজি উৎপাদনের উপর প্রশিক্ষন দেওয়া হচ্ছে এবং কৃষকের মাঠে জৈব ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদশর্নী স্থাপনের মাধ্যমে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে যা দোকানদার ও আড়তদ্বারদের মাধ্যমে বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ বলেন বর্তমান সময়ে প্রতিনিয়ত ঢাকার কারওয়ান বাজারে যাচ্ছে পঞ্চগড়ের বিষমুক্ত ও নিরাপদ টমেটো। কৃষি বিভাগের সরাসরি তত্বাবধায়নে পোকা দমনে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার এবং পাকানোর সময় কোন ধরনের রাসায়নিক ব্যবহার ছাড়াই উৎপাদিত হচ্ছে বোদা উপজেলায় এই টমেটো।  পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প বোদা উপজেলায় এই বিষমুক্ত সবজি উৎপাদনের কাজকে আরো ত্বরান্বিত করছে।

Spread the love