শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় শৈত্য প্রবাহে জনজীবন স্থবির

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ  বোদায় গত ৩ দিন ধরে শৈত্য প্রবাহ অব্যহত থাকার কারনে  জনজীবন স্থবির হয়ে পড়েছে। মৌসুমের প্রথম cold-weather-reut-670মৃদু শৈত্য প্রবাহে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ। সেই সাথে উত্তরের কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারনে সারাদিন সূর্য্যের মুখ দেখা যায়না। দিনের বেশির ভাগ সময় বৃষ্টির মত শিশির পড়ছে ফলে প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ কাজের খোঁজে বাহিরে বের হতে পারছেনা। বিশেষ করে এই শীতে বৃদ্ধ ও শিশুরা যুবুথুবু হয়ে পড়েছে। দিনের বেলা যানবহন গুলো মহাসড়কে হেড লাইল জ্বালিয়ে চলাচল করছে। গ্রামের গরীব শীতার্ত মানুষজন খর কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের বৃথা চেষ্টা করছে। বাজারে বিপনী বিতান ও ফুটপাতের পুরাতন গরম  কাপড়েরর দোকান গুলোতে ছিল উপচে পড়া ভীড়। এদিকে এপর্যন্ত উপজেলায় শীতার্তদের জন্য সরকাররি ভাবে ৭শ৮৮টি কম্বল বরাদ্দ পেয়েছেন বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার জানান। উপজেলার শীতার্ত  মানুষের জন্য যা অপ্রতুল ফলে উপজেলা প্রশাসন কম্বল বিতরণে হিমশিম খাচ্ছে।

Spread the love