বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোদা উপজেলা আওয়ামীলীগের ১০টি ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদকের নাম ঘোষনা

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ॥ পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামীলীগের ১০টি ইউনিয়ন শাখার নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাবাব কমিউনিটি সেন্টারে রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি  উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদ-প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধাণন সম্পাদক ফারুক আলম টবি সহ উপজেলার কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্তিত ছিলেন। রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন সবার সাথে মতবিনিময় শেষে উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-ও সম্পাদক নির্বাচিত করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জমান সুজা হ্যান্ড মাইকে ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত সভাপতি ও সম্পাদকরা হলেন- ১ নং ঝলইশালশিরি ইউনিয়নের সভাপতি মোঃ আবুল হোসেন চেয়ারম্যান, সাঃ সম্পাদক এ্যাডঃ পদ্মলোচন দে, ২ নং ময়দানদিঘী ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন বাবলা, সাঃ সম্পাদক মুকুল চন্দ্র বর্মন, ৩ নং বেংহারী বনগ্রাম ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ আবু চেয়ারম্যান, সাঃ সম্পাদক অরুন কুমার রায়, ৪ নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সভাপতি আব্দুল মোমিন, সা সম্পাদক আবুল বাশার বাবুল, ৫ নং বড়শশী ইউনিয়নের সভাপতি মউর রহমান, সাঃ সম্পাদক বজরুল রহমান উজ্জল, ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের সভাপতি আবু আনছার মোঃ রেজাউল কমির শামীম, সাঃ সম্পাদক শুশিল চন্দ্র বর্মন, ৭ নং চন্দ্রনবাড়ি ইউনিয়নর সভাপতি পরেশ চন্দ্র বর্মন, সাঃ সম্পাদক সহিদুর রহমান হিরু, ৮ নং বোদা সদর ইউনিয়নের সভাপতি মশিউর রহমান মানিক চেয়ারম্যান, সাঃ সম্পাদক আরিফ হোসেন প্রধান, ৯ নং আওয়ামীলীগের সভাপতি সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ১০ নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম খান, সাঃ সম্পাদক গৌতম চন্দ্র বর্মন। উল্লেখ্য, যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান সবুজ, মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান শামীম ও বেংহারী বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু বিনা-প্রতিন্দন্দ্বতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বাকি ৭টি ইউনিয়নের সভাপতি ও ১০টি ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সবার সাথে মতবিনিময় করে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়। ইতিপুর্বে ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্ব-স্ব ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

Spread the love