শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বোদা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের ব্যাপক উপদ্রপ বেড়েছে। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ গবাদি পশু রাস্তায় চলাচল মারাত্মক হুমকির সন্মুখীন হয়ে পড়েছে। জলাতংক রোগের আশঙ্খা করছে পৌর এলাকাবাসী। পৌরসভার বিভিন্ন এলাকায় ৮-১০ টি করে বেওয়ারিশ কুকুর দলবেধে ফিল্মি স্টাইলে হানা দিয়ে হাঁস, মুরগী, গরু ও ছাগল ধরে এদের মাংস ছিড়ে ছিড়ে খায়। হামলাকারী  কুকুররা  সাধারণ মানুষকেও প্রায় সময় আক্রমন করছে।  পৌর এলাকার পৌরবাজার, উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক ও অফিস পাড়া এলাকা, হাসপাতাল চত্বর, নগরকুমারী,পুরাতন সিনেমা রোড, হল পাড়া, কলেজ মোড়,বোদা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় এসব কুকুরকে দল বেধে ঘুরতে দেখা যায়। গত ১সপ্তাহে অন্তত পক্ষে ৬জন বেওয়ারিশ কুকুরের হামলার শিকার হয়েছে। এরা হলেন সাতখামার গ্রামের বাবলী (২০),নগরকুমারী গ্রামের যতিশ (২৩)ও আলম (৩০), ভাসাইনগর গ্রামের বিকাশ (২৫) ও সহিদুল (০৮) ,কলেজপড়া গ্রামের কাদের (৩৫)। এব্যাপারে পৌর সচিব দবিরুল ইসলামের দৃষ্টি আর্কষন করা হলে  তিনি জানান পৌরসভা থেকে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। আগামী পৌর পরিষদ সভায় সিদ্বান্ত নিয়ে দ্রত বেওয়ারিশ কুকুর নিধন শুরু করা হবে। এ অবস্থায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপ হতে রেহাই পেতে পৌরবাসী জরুরী ভিত্তিতে বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the love