শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরো সংগ্রহের লক্ষ্যে চিরিরবন্দরে লটারীর মাধ্যমে ৯০১ জন চাষী নির্বাচন

মোঃ দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আভ্যন্তরীণ বোরো সংগ্রহের লক্ষ্যে উপজেলার প্রান্তিক চাষীদের মাঝ থেকে দ্বিতীয় পর্যায়ে সরকারী ভাবে লটারীর মাধ্যমে ধান ক্রয়ের জন্য এবার ১৫ হাজার ১শ ৩১ জন চাষীর মধ্যে ৯০১ জন চাষীকে নির্বাচন করা হয়েছে। এর আগে ১ম ধাপে উপজেলার ৫০১ জন চাষীকে নির্বাচন করা হয়েছিল। গতকাল সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে এ কৃষক নির্বাচন করা হয়। এতে ১৫ হাজার ১শ ৩১ জন চাষীর মধ্যে ৯০১ জন চাষিকে মনোনিত করা হয়। জানা গেছে, চিরিরবন্দরে এবারে ৩টি খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় নির্ধারন করা হয়েছে।উপজেলার ১২ ইউনিয়নে কৃষি কার্ডধারী ১৫ হাজার ১শ’ ৩১ জন কৃষক রয়েছে। এই বিপুল সংখ্যক কৃষকের নিকট থেকে ধান ক্রয় সম্ভব না হওয়ায় লটারীর মাধ্যমে ৯০১ জন প্রান্তিক কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকগণ এক হাজার কেজি করে তাদের উৎপাদিত ধান সরকারী গুদামে বিক্রি করতে পারবেন।

Spread the love