শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যতিক্রমি উদ্যোগে শিশুদের নিয়ে ডিমলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় এক ব্যতিক্রমি উদ্যোগে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম স্কুল পড়–য়া শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে।

ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে উত্তর ডালিয়া শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের নিজস্ব অর্থায়নে (বেতনের টাকা দিয়ে) ১’শত শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯ তম জন্মদিন। মহান এই নেতার জন্মদিন উপলক্ষে একই সাথে পালন করেছে জাতীয় শিশু দিবস।

সরেজমিনে গিয়ে জানা যায়, উত্তর ডালিয়া শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ১৭ মার্চ রোববার জাতীয় শিশু দিবস উপলক্ষে উক্ত বিদ্যালয়ের কোমল মতি শিশু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নতুন কাপড়ের তৈরী স্কুল পোশাক উপহার হিসেবে স্ব-স্ব শিক্ষার্থীর হাতে তুলে দেন। নতুন স্কুল ড্রেস পেয়ে শিশু শিক্ষার্থীরা খুশি প্রকাশ করেছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পল্লী চিকিৎসক ডাঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষিকা মোছা: রোকসানা আক্তার, মোছা: মানজুমা পারভীন, মোছা: শাহার বান সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্ধ।

পোশাক বিতরণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ছবি সহ বিভিন্ন চিত্রাংকন প্রতিযোতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করার উদ্যেশ্য হল আজকে শিশুরা আগামী প্রযন্মে তাঁরা নিজেই জানতে পারবে যে এই দিনে বা ১৭ মার্চে জাতির পিতার জন্মদিন। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

Spread the love