মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাকের উদ্যোগে দিনাজপুরে বইমেলা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী ॥ ‘‘বই পড়ি, আলোকিত আগামী গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনোভেশন ফর ইমপ্রুভিং আর্লী গ্রেড বিডিং এ্যাক্টিভিটি এই আলোকে ব্রাক শিক্ষা কর্মসূচি, রানীগঞ্জ, সদর, দিনাজপুর অফিস কর্তৃক আয়োজিত দিনব্যাপি বইমেলা -২০১৮ উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ ডিসেম্বর মঙ্গলবার উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বইমেলা অনুষ্ঠিত হয়। সকালে বেলুন-ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার ক.খ মোঃ আলাওল হাদী। স্বাগত বক্তব্য রাখেন  দিনাজপুর ব্রাক শিক্ষা কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন কাজী। জেলা ব্রাক প্রতিনিধি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এমএনডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সোবহানিয়া লাইব্রেরীর সত্বাধীকারী মোঃ সিরাজ উদ্দিন, কোতয়ালী থানার এসআই মোঃ জোবায়দুর রহমান, ব্রাক শিক্ষা কর্মসূচি রানীগঞ্জ অফিসের সিনিয়র শাখা ব্যাবস্থাপক নারায়ন চন্দ্র রায়, উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাতেয়ারা বিনতে মনছুর, সহকারী শিক্ষক মিতালি রায়, ব্রাকের বোচাগঞ্জ শাখা ব্যাবস্থাপক কাজী এমদাদুল হক, বীরগঞ্জ দলুয়ার শাখা ব্যাবস্থাপক শিবলী সরকার প্রমুখ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এছাড়াও বইমেলায় অংশ গ্রহনকারী ২০টি ষ্টলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সর্বশেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Spread the love