শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলকে হারিয়ে বেলজিয়াম সেমিতে

বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দারুণ খেলেও বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল হারলো ২-১ গোলে। ভাগ্য যেন অনেকটা বিপক্ষেই ছিল ব্রাজিলের।

কৌতিনহোদের একের পর এক পাখির ডানা ঝাপটানো আক্রমণ। সেই আক্রমণের মুখে বেলজিয়ামের দাঁতে দাঁত রাখা ডিফেন্স। সেই ডিফেন্সে মুখ থুবড়ে হেরে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফেবারিট দলটির বিদায়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে লাতিন আমেরিকারও বিদায় হয়ে গেল। বেলজিয়াম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের।

দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে আত্মঘাতী গোল করলেন ফার্নান্দিনহো। আর রাশিয়ার বিশ্বকাপের ১০০তম গোলদাতা হলেন কেভিন ডি ব্রুইন।

কাজানে ম্যাচ শুরুর পর থেকেই ভাগ্য বিরূপ আচরণ করে ব্রাজিলের সাথে। ম্যাচের ৭ মিনিটে নেইমারের কর্নার থেকে থিয়াগো সিলভার হেড গিয়ে লাগে বেলজিয়ামের গোল বারে। বিপরীতে নিজেদের প্রথম কর্নার কিকেই গোল তুলে নেয় দুরন্ত বেলজিয়াম। ম্যাচের ১৩ মিনিটে বেলজিয়ামের কর্নারে নিজেদের জালেই জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দিনহো। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল (১-০)। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে যেতে থাকে ব্রাজিলও। কিন্তু বেলজিয়ামের জমাট রণ ভাঙতে ব্যর্থ হয় নেইমার, জেসুস, কুতিনহোরা। বিপরীতে ম্যাচের ৩১ মিনিটে অবিশ্বাস্য এক গোল করেন কেভিন ডি ব্রুইন। পাল্টা আক্রমণে লুকাকু বল টেনে নিয়ে পাস দেন ব্রুইনকে।

তিনি ফাঁকায় থাকা কোম্পানিকে মাইনাস না করে নিজেই কোনাকুনি শটে সবাইকে বোকা বানিয়ে গোল করেন (২-০)। এর আগে ১৩, ১৫, ২০ ও ২৬ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মার্সেলো, নেইমার ও কুতিনহো। দুই গোল হজমের পর ৩৬ মিনিটে কুতিনহোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ামের কিপার কোরটয়েজ। ৩৮ মিনিটে ব্রুইনের ফ্রি কিক একটুর জন্য রক্ষা করেন ব্রাজিলের কিপার আলিসন। সেই কর্নার কিক থেকে কোম্পানির হেডের বল গোলমুখ থেকে সেভ করেন আলিসন। এগিয়ে থেকেই বিরতিতে বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করেও ফল পাচ্ছিল না ব্রাজিল। কোচ তিতের একাধিক পরিবর্তনও কাজে আসছিল না। কিন্তু ৭৬ মিনিটে হিসাব পাল্টে দিলেন ওই বদলি হিসেবে নামা রেনাতো অগাস্তো। ৭৫ মিনিটে পাউলিনিয়োর বদলি হিসেবে নামেন তিনি। এক মিনিট পর কুতিনহোর ক্রস থেকে অগাস্তোর হেডেই প্রথম গোলের স্বাদ পায় ব্রাজিল (২-১)। এরপরই নির্ভার ব্রাজিলকে দেখা যায়। কিন্তু কাক্সিত গোলের দেখা পায়নি। ৮০ ও ৮৩ মিনিটে সমতায় আসার দারুণ সুযোগ নষ্ট করেন অগাস্তো ও কুতিনহো। দু’টি পাসই ছিল নেইমারের। কুতিনহো ও অগাস্তো ডি সীমানা থেকে বল পাঠিয়ে দিলেন পোস্টের বাইরে। শেষ পর্যন্ত শত চেষ্টা করেও আর কোনো গোল না হলে সেমিফাইনালে ওঠার আনন্দে মাঠ ছাড়ে বেলজিয়াম।

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি নেইমার। চার ম্যাচে করেছেন দুই গোল। একটিতে করেছেন অ্যাসিস্ট। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম বেলজিয়ামের ম্যাচটি ছিল কাজান অ্যারিনায়। আর এই ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে একখণ্ড জমি উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন। জমি তো দূরের কথা, বেলজিয়ামের কাছে বিশ্বকাপ থেকেই বিদায় হলো নেইমারের ব্রাজিল।

Spread the love