শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

PM PICমন্ত্রিসভায় বাংলাদেশ ও ব্রাজিলের সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির প্রস্তাব  অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতা চুক্তির ৭ ধারার আওতায় এই অনুমোদন দেয়া হয়।
এর আগে ঢাকা ও রিওডি জেনেরিও কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসা অব্যাহতির জন্য নীতিগতভাবে একমত হয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। এতে বলা হয়, দুই দেশের কূটনীতিকরা একে অপরের দেশে ভিসা ছাড়া ৩০ দিন অবস্থান বা অন্য দেশ সফরে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।
মোশাররফ হোসেন বলেন, এই ভিসা অব্যাহতির ফলশ্র“তিতে উদীয়মান অর্থনীতির দেশ এবং বহুজাতিক অর্থনৈতিক ফোরাম ব্রীকস’র সদস্য লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হবে।
সচিব বলেন, ঢাকার সঙ্গে বর্তমানে ১২ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এছাড়া আরো ১১ দেশের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কর্মকর্তা ও কূটনীতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুস্বাক্ষরের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

 

 

 

 

 

 

Spread the love