শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলে ফুটবল ক্লাবে আগুন, নিহত ১০

উদ্বোধনের দু’মাস না পেরোতেই আগুনের লেলিহান শিখায় জ্বলে-পুড়ে শেষ হয়ে গেল ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। রিও ডি জেনিরোর পশ্চিমে ভারগেম গ্রান্দে অবস্থিত ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্সে স্থানীয় সময় ভোর ৫টা ১৭ মিনিটে হঠাৎ করেই আগুন ধরে যায়। যা নেভাতে দমকলকর্মীদের মোট ২ ঘণ্টা সময় লেগে যায়। তবে ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়েই গেছে!

অগ্নিকান্ডের এ ঘটনায় প্রাণহানি ঘটেছে অন্তত ১০ জনের। বিষয়টি নিশ্চিত করেছে রিওর পুলিশ বিভাগ। এদিকে আহত হওয়া ৩ জনের মধ্যে ১ জনের অবস্থাও বেশ গুরুতর।

রিওর পুলিশ বিভাগ জানিয়েছেন, এখানে অন্তত ১০টি প্রাণহানি হয়েছে। তবে পরিচয় এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। গ্লোবো নিউজকে লেফটেন্যান্ট কর্নেল ও অগ্নিনির্বাপক কমিটির প্রধান ডগলাস হেনাউট বলেছেন, ‘আগুন লেগে যাওয়ার সময় ফ্ল্যামেঙ্গোর শিশুরা ঘুমে ছিল।’

ব্রাজিলে ফ্ল্যামেঙ্গো বহুল পরিচিত তাদের একাডেমী থেকে প্রতিভাবান ফুটবলার আবিস্কার করায়। বিশ্বব্যাপী সাদা পেলে খ্যাত জিকো, জুনিয়র, লিওনার্দোরা এই ফ্ল্যামেঙ্গোরই ছাত্র ছিলেন। বর্তমানে রিয়াল মাদ্রিদ মাতানো ভিনিসিয়াস জুনিয়রও বেড়ে উঠেছেন এ ক্লাবে থেকেই। এখানে মূলত একাডেমির খেলোয়াড়েরাই থাকে। ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল ছিল এ প্রশিক্ষণ কেন্দ্রে।

Spread the love