শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লা্ষ্ট দিনাজপুর ইউনিটের ন্যায় বিচার ফোরাম গণ ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে লিগ্যাল এইড্ এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) দিনাজপুর ইউনিটের না্যায় বিচার ফোরাম এর সদস্যরা গত ১৭ নভেম্বর জেলার কাহারোল থানাধীন কান্তজির মন্দিরে রাস পুর্ণিমার রাতে রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম জগদীশপুর বটতলী গ্রামের ১৭ বছরের এক তরুনীকে গণ ধর্ষন করার ঘটনার মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও বাকীদের গ্রেফতার করার জন্য পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারক লিপি গ্রহণ করার সময় পুলিশ সুপার সারওয়ার মুর্শেদ শামীম বলেন, আসামীদের ধরার ব্যাপারে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এ ব্যাপারে আপনারা কোন ধরনের তথ্য পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।  ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরার নেতৃত্বে ন্যায় বিচার ফোরামের সদস্য কানিজ  ফাতেমা বেগম, এ্যাড. কোহিনুর চিশতী, রেদওয়ান টিটু, ফয়সল হাবিব সুমন, কংকন কর্মকার, সুলতান কালাম উদ্দীন বাচ্চু ও ব্লাষ্টের এডভোকেসী অফিসার এ্যাড. খুরশিদা পারভীন জলি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর কান্তজির মন্দির প্রাঙ্গণে মেলা ও রাস পুর্ণিমা অনুষ্ঠানের সময় রংপুর জেলার পশ্চিম জগদীশপুর  গ্রামের ১৭ বছরের এক তরুনীকে জোরপুর্বক গণ ধর্ষন করলে এ ব্যাপারে কাহারোল থানায় মামলা দায়ের হয়। মামলা নং-জি আর-৯৩/১৩ (কাহারোল)।

Spread the love