শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লখনি এলাকার পাঁচঘরিয়া হাইস্কুল মাঠে ফুলবাড়ীর কয়লাখনি প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার হামিদপুর ইউপির পাঁচঘরিয়া প্রাইমারীস্কুলমাঠে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় স্কুলের সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কোম্পানীর পক্ষে বক্তব্য রাখেন ভূ-তত্ত্ববিদ মোঃ সাইদুর রহমান খান, মশিউর রহমান বিদ্যুৎ ও দেওয়ান মাসুদুর রহমান। তিনি বলেন ফুলবাড়ীর কয়লাখনি বাসত্মবায়িত হলে এই এলাকার মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে। গড়ে উঠবে এই এলাকায় ক্ষুদ্র শিল্প কলকারাখানা। ফুলবাড়ীর কয়লাখনিটি কিভাবে পরিকল্পনা মোতাবেক কাজ করবে কোম্পানি তা জানার জন্য আমাদের মাধ্যমে জনগণের কাছে তথ্য পৌছে দেওয়ার জন্য এক যোগে কাজ করছি। এখানকার কয়লাখনিটি উন্মুক্ত খনন পদ্ধতিতে করা হবে। পরিবেশের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সুযোগ সুবিধা নিশ্চয়তার বিধান ও জাতীয় আমর্ত্মজাতিক ভাবে স্বীকৃত সর্বউত্তম ব্যবস্থাপনায় ক্ষনির কার্যক্রম পরিচালিত হবে। কয়েকটি উপজেলার প্রায় ৯০টি গ্রাম খনি এলাকায় পড়লেও তাদের জীবন জীবিকার মান ও জমির ন্যার্য পাওনা কোম্পানীর মাধ্যমে পরিশোধ করা হবে। আমাদের যে, পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনায় এলাকার মানুষের ক্ষতি হোক এমন কাজ কোম্পানী করবে না। পরিবেশে ও পানির বিপর্যয় যাতে না ঘটে সেদিকে লক্ষ রেখে কোম্পানী কয়লা উত্তোলন করবে। এর ফলে ফুলবাড়ী ও পার্শ্ববর্তী উপজেলা সমূহে জনগণের এবং দেশের জন্য দীর্ঘ মেয়াদী অর্থনৈতিক ও সামাজিক সুফল বয়ে আনবে। এ অঞ্চলে প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি টন কয়লা অব্যবহৃত প্রকৃতিক সম্পদ ও শক্তির উৎস হিসাবে ভূ গর্ভে সঞ্চিত রয়েছে)। বড়পুকুরিয়ার কয়লা খনি যে পদ্ধতিতে করা হয়েছে, এই পদ্ধতিতে কোম্পানী লাভের মুখ দেখবে না ক্ষতিগ্রস্থ হবে এবং এলাকার জনগণের যান মালের নিরাপত্তা থাকবে না ও ধ্বস নামবে। ফলে ওপেন মাইনিং কয়লা খনি বাসত্মবায়িত হলে এতে মানুষের ক্ষতি হবে না ৯০% কয়লা উত্তোলন করা সম্ভব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার হামিদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মন্ডল। তিনি বলেন এলাকার স্বার্থে ও সরকারের স্বার্থে এই কলাখনি বাসত্মবায়ন চাই। তবে এলাকার মানুষের যাতে ক্ষতি না হয় সুষ্ঠুভাবে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হয় তাহলে আপনাদের এই এলাকায় সাফল্য ধরে রাখতে পারবেন। তবে যদি জনগণ আপনাদের কথার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ না পায় তাহলে এর দায়ভার আপনাদের উপর বর্তাবে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মন্ডল। তিনি বলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আজ একই মঞ্চে আমরা দাড়িয়ে যে কথা বলছি তার প্রতিশ্রুতি আপনাদেরকেও বাসত্মবায়ন করতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে দেশের স্বার্থে এবং এলাকার মানুষের স্বার্থে আমরা আজ এক হয়েগেছি। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ ঘরিয়া প্রাথমিক সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, পাতিগ্রামের মেনহাজুল ইসলাম বুলবুল, দলদলিয়া গ্রামের মোঃ ফিজুর, পাত্রাপাড়াগ্রামের মোঃ ফারুক আলম, পাতিগ্রামের মোঃ আইয়ুব আলী, পাঁচঘরিয়াগ্রামের মোঃ আব্দুল হামিদ, বাঁশপুকুর গ্রামের আব্দুল ওহাব, বড়পুকুরিয়া কয়লাখনির জীবন ও সম্পদ রক্ষা কমিটির বেলাল হোসেন, হামিদপুর ইউপির আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, খলিলপুর গ্রামের মোঃ আবুবক্কর সিদ্দিক, মোঃ আব্দুল জলিল, মোঃ সাজেদুর রহমান সাজু, হামিদপুর ইউপির সদস্য মোঃ জোয়াদুর রহমান, মতিয়ার রহমান মতি, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোঃ মতিয়ার রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাইদুল ইসলাম, মহিলা সদস্যা মোছাঃ সুফিয়া খাতুন, মোছাঃ সেলিনা বেগম, মোছাঃ নাসিমা বেগম, মোঃ হাসান মাহমুদ সুরুজ। মতবিনিময় সভায় এলাকার প্রায় ৩ শতাধিক নারী পুরুষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love