বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনি অবরোধের ঘোষনা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের দফা দাবি আদায়ে লাগাতার দিনের  কর্মবিরতির পরও সমাধান না হওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে খনি অবরোধের কর্মসূচী ঘোষণা করা হয়েছে

আজ সোমবার দুপুর ১২টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান গেটের সামনে এক সমাবেশে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের খনি অবরোধের ঘোষণা দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল খনি এলাকার রাস্তা প্রদক্ষিন করে। কর্মসূচি ঘোষণা করেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সময় ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির মিজানুর রহমান, মশিউর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শ্রমিক নেতা সোহাগ সহ শ্রমিক গ্রামবাসীগন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, কয়লা খনি কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে বৈঠক করে দাবি আদায়ের কথা বলা হয়েছিল। কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয়ায় আমরা গত ২৬ এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে সংবাদ সম্মেলনে ১২ মে পর্যন্ত দাবী আদায়ের আলটিমেটাম দিয়েছিলাম। এরপরও কাজ না হওয়ায় ১৩ মে থেকে কর্মবিরতি শুরু করি। কিন্তু তথাপি কর্তৃপক্ষ সাড়া দেয়নি

উল্টো আমাদের উপর হামলা করে মিথ্যে মামলা দেয়া হয়েছে। অবশেষে বাধ্য হয়ে আগামীকাল মঙ্গলবার থেকে অবরোধ কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয়েছে।

দিকে খনি কর্তৃপক্ষ চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের চাইনিজ শ্রমিকদের দিয়ে কয়লা উৎপাদন শুরু করেছেন বলে নিশ্চিত করেন

Spread the love