শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে উন্নয়ন কাজের শ্রমিকদের আল্টিমেটাম

দিনাজপুর প্রতিনিধি ॥ তিন দিনের মধ্যে নিয়োগ দেয়া না হলে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে, দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকরা।

শনিবার বেলা সাড়ে ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দিয়ে শ্রমিক ধর্মঘটের ডাক দেয়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ।

সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান।
এসময় আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক নেতা নুর আলম, আফজাল হোসেন, মিজানুর রহমান, মহিবুল ইসলাম, দুলু মিয়া, মহাসিন আলী ও মো. শাহজান আলীসহ দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের কর্মরত উন্নায়ন কাজের শ্রমিকরা, উৎপাদন কাজে নিয়োগের দাবীতে গত কয়েক মাস থেকে আন্দোলন করে আসছে। আন্দোলনে কর্তৃপক্ষ কোন সাড়া না দেয়ায় শনিবার শ্রমিক ধর্মঘটের মত কঠিন আন্দোলনে ডাক দিয়ে আল্টিমেটাম দিয়েছে।

Spread the love