শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের পদচারণায় বীরগঞ্জে ১৫৫টি দূর্গা মন্দির প্রাঙ্গণ মুখরিত

নিতাই সাহা লেনিন, বীরগঞ্জ (দিনাজপুর)ঃ বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১৫৫টি দূর্গা ম-বে চলছে পূজার্চনা। আজ অস্টমী পূজা চলছে। দূর-দূরান্ত থেকে ভক্তদের আগমনে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। সন্ধ্যা নামার সাথে সাথে রং বে-রঙের  বিজলী বাতির ঝলকানিতে রাতে মন্দির গুলোর দৃশ্যপট বদলে যাচ্ছে। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে দেখা গেছে মন্দির থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। পূজার সবচেয়ে বড় ভোগ দেওয়া হয় আজ অস্টমী তিথিতে। বীরগঞ্জ পৌর এলাকার ১০টি ম-বের মধ্যে সবচেয়ে বেশি ভক্তদের আগমন ঘটে কাচারীপাড়া মহিলা কলেজ দূর্গা মন্ডবে। মন্ডব মাঠে বিভিন্ন দোকান পাঠ, নাগর দোলা, ট্রেন, শুটিং সহ রয়েছে ছোট সোনামনির জন্য মনোরঞ্জনের ব্যবস্থা। এখানে রয়েছে সু-স্বাদ্য বিভিন্ন ধরনের আচাড় যারা নিয়ে এসেছেন নীলফামারী জেলা থেকে। এসেছে মাটির খেলনার দোকান কুড়িটাকিয়া থেকে। এসেছে চুড়ি-ফিতার দোকান সৈয়দপুর থেকে। তাছাড়া রয়েছে চা-পানের দোকান সহ ভোগের দোকান। কাচারী পাড়া দূর্গা ম-বের সাধারণ সম্পাদক কর্মঠ যুবক উজ্জ¦ল সাহা জানান, তাদের পূজার বাজেট ৫ লক্ষ টাকা। মন্দিরের সামনে নির্মিত গেটটি কান্তজিউ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে।

Spread the love