শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভগবান শ্রীকষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ দিনাজপুরের বীরগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ২৪ আগস্ট শনিবার সন্ধ্যায় ভোগনগর ইউনয়িনের মহুগাঁও বটতলী চকমোনপুর রামকৃষ্ণ আশ্রমে বাংলাদশে সংখ্যালঘু নর্যিাতন কমটিরি আয়োজনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহুগাঁও মহাশ্মশান কমিটির সভাপতি নরশে চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনরে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে সংখ্যালঘু নির্যাতন কমটিরি সভাপতি যাদব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ভশ্বি রায়, সবুজ বাংলা নিজউ এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও বীরগঞ্জ উপজলো আওয়ামী লীগরে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ইয়াসনি আলী, উপদেষ্টা ও উপজলো আওয়ামী লীগ এর  যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম ফিরোজ আলম। অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখনে দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন দমন কমিটি সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, বীরগঞ্জ উপজলো কমিটির সহ-সভাপতি রনজিৎ সরকার রাজ, সহ-সভাপতি সতীশচন্দ্র রায়, সহ-সভাপতি লক্ষণ চক্রর্বতী, সাধারণ সম্পাদক সাগর রায়, ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত চক্রর্বতী, প্রচার সম্পাদক বিকাশ ঘোষসহ প্রমুখ।

Spread the love