মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মুল করতে হবে-পুলিশ সুপার আনোয়ার হোসেন

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সমাজ থেকে মাদক দুর করতে হলে যুবকদের খেলাধুলায় বেশী মনোনিবেশ করাতে হবে উল্লেখ করে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) বলেছেন, খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। খেলাধুলার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে হলে লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। মাদকের সাথে তিনি আপোষ করবেন না উলে¬খ করে বলেন, এ জেলায় আমি যতদিন আছি মাদকের বিরুদ্ধে সব সময় স্বচ্চার থাকবো। এর সাথে কোন আপোষ নাই।

গতকাল দিনাজপুর বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এসএস ফুড এন্ড বেভারেজ প্রাঃ লিঃ এর সৌজন্যে ১২তম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুমন কুন্ডুসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ধারা ভাষ্যকার মোঃ রফিক। চূড়ান্ত খেলায় দিনাজপুর চাঁদের হাট সমিতি রাজশাহী বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিকে ৩ ইউকেটে পরাজিত করে।

Spread the love