শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মনোনয়ন পত্র প্রত্যাহার করলো অবিনাশ

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৯ এর অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করলো অবিনাশ চন্দ্র রায়। বুধবার সকাল ১১ টায় ভাদুয়া স্কুল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে অবিনাশ তার লিখিত বক্তব্যে ব্যক্তিগত কারন উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। এ সময় সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক, সাবেক ইউপি মেম্বার কানাই লাল রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরত চন্দ্র রায় জানান, কমিটি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ায় অবিনাশ চন্দ্র রায় আমার স্কুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর অভিভাবক সদস্য পদে থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উল্লেখ্য ২০১৯ সালে ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ ফেব্রুয়ারী অভিভাবক সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারী ভবেশ চন্দ্র রায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ৪ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ওমর ফারুক, গৌতম সরকার, জাহাঙ্গীর আলম, ভট্টাচার্য্য রায় ও লালু চাঁদ রায় এখন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Spread the love