শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

রোববার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ‘গ্রোথ ইন সাউথ এশিয়া স্লোডাউন’ নামের এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এই অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। সেখানে ভারতের জিডিপি হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ। 

চলতি অর্থবছরে পুরো দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে শুধু ভুটানের জিডিপি বেশি হতে পারে।

রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারি বিনিয়োগের ফলে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়বে। অপরদিকে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় ভারতের প্রবৃদ্ধি কমবে বলে আভাস দেওয়া হয়েছে।

Spread the love