শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে প্রতিদিন ৩ কৃষকের আত্মহত্যা

06. Farmer ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে চলতি বছরের ফেব্রম্নয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিদিন ৩ কৃষক আত্মহত্যা করেছে। মহারাষ্ট্রের বিধানসভাকে আজ এ তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রে এ চার মাসে ৫৫৯ জন কৃষক আত্মহত্যা করেছে বলে বিধানসভাকে জানিয়েছেন রাজ্য ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী পাটানগ্রো কাদাম । তিনি জানান, এদের মধ্যে শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ৮৫ কৃষক আত্মহত্যা করেছে। ছাড়া, পারিবারিক বা ব্যক্তিগত কারণেও অনেক কৃষক আত্মহত্যা করেছে। তবে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়া ছাড়া অন্যান্য কারণে আত্মহত্যাকারী কৃষকদের সরকারি সহায়তা দেয়া হয়নি বলে জানান হয়েছে।

এ ছাড়া, প্রাকৃতিক দুর্যোগে মহারাষ্ট্রের ২৮১০ কোটি রুপির ফসল নষ্ট হয়েছে। মহারাষ্ট্রে ব্যাপক হারে কৃষক আত্মহত্যার বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনে সম্মত হয়েছেন রাজ্য ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ।

Spread the love