শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভিক্ষার থালা জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাজী হারুনের হাতে

এক সময় যিনি নিজের হাতে সাজিয়েছেন শাবানা, ববিতা, অঞ্জু, মৌসুমীর মতো নায়িকাদের আজ তার জীবনের সব সৌন্দর্য ভিক্ষার থালায়। ভাগ্যের নির্মম পরিহাসে পথে পথে হাত পেতে যোগার করছেন সংসার ও চিকিৎসা চালানোর অর্থ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই ভিক্ষুকের নাম কাজী হারুন। 

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির ফরিদাবাদ বস্তিতে স্ত্রী মহুয়া আকতারকে নিয়ে বসবাস করেন তিনি। ৩টি বাড়িতে ঝিয়ের কাজ করে ঘর ভাড়া দেন স্ত্রী মহুয়া। অন্যদিকে ভিক্ষা করে জীবন ধারণ ও চিকিৎসার খরচ বহন করেন কাজী হারুন। অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পারছেন না তিনি। বয়সের ভারে সিনেমায় কাজ করতে পারেন না। তাই ভিক্ষার টাকাতেই কোনোমতে চলছে তার চিকিৎসা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকাআপম্যান হারুনের সংসার চলে এখন ভিক্ষে করে। গণমাধ্যমে গত বছর এমন খবর প্রকাশ হয়েছিল। সেই খবরে টনক নড়েছিল রাষ্ট্রের। প্রধানমন্ত্রী ডেকে নিয়ে তাকে ৫ লাখ টাকা অনুদান দেন। সেইসঙ্গে সুপার শপ ‘স্বপ্ন’ এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা সমমানের গৃহস্থালী পণ্য দিয়ে তাকে সহযোগিতা করেছে। তবে সেই সাহায্য বন্ধ হয়েছে কয়েক মাস আগে। 

এদিকে সরকারি অনুদানের টাকায় চিকিৎসা ও সংসার ব্যয় চালিয়ে সেটাও শেষ। তাই ফের টিকে থাকার যুদ্ধে নামতে হয়েছে বৃদ্ধ এই মেকাপশিল্পীকে। আবারো থালা হাতে পথে পথে ভিক্ষে করছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে ফের আলোচনায় এসেছেন হারুন। জানা গেছে, জীবন ও নিজের উপর অভিমান করে হঠাৎ বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘ একমাস পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখেননি। কমলাপুর রেল স্টেশনে দিন-রাত ভিক্ষা করে, রাতে ইট মাথায় দিয়ে ঘুমিয়েছেন। পাঁচ হাজার টাকা জমিয়ে বাসায় ফিরে গিয়েছিলেন। এরপর থেকে আবারো নিয়মিত ভিক্ষে করেই সংসার চালাচ্ছেন তিনি।

গেল বছর গণমাধ্যমে কাজী হারুনের স্ত্রী মহুয়া আকতার বলেছিলেন, বিয়ের পর বেশ সুখেই ছিলেন তারা। অভাব ছিল না কোনোকিছুর। হারুণ অনেক কাজ করতেন। তখন বেশ ভালোই চলতো তাদের সংসার। দুর্দশার শুরু ২০০৯ সালে। কাজী হারুনের ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই নেমে আসে হতাশা ও কষ্টের দিন।

জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’ ছবির শিল্পীদের সাজিয়েছিলেন কাজী হারুন। তার শিল্পের তুলিতেই পর্দায় হাজির হয়ে দর্শক মুগ্ধ করেছিলেন সালমান শাহ-শাবনূর ও ফারুক-ববিতা জুটি। সেই তিনি আজ বিবর্ণ-ধূসর জীবন ও সংসার নিয়ে সংগ্রাম করে চলেছেন। তিনি জানেন না, এর শেষ কোথায়। নিয়তির প্রতি ক্ষোভ পুষে রাখা অভিমানী কাজী হারুন হয়তো মৃত্যুকেই সব দুঃখের সমাপ্তি বলে মেনে নিয়েছেন!

প্রসঙ্গত, ‘বেদের মেয়ে জোছনা’র মতো ব্যবসাসফল চলচ্চিত্রের মেকআপম্যান ছিলেন তিনি। গুণী এ মেকাপম্যান ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘গোলাপী এখন ঢাকা’, ‘জীবন সংসার’সহ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে পেয়েছেন নানা স্বীকৃতিও। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবিতে কাজের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Spread the love