শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১৯ জানুয়ারি (শনিবার) এ ক্যাম্পেইন হওয়ার কথা ছিল।

জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে অনিবার্য কারণবশত এ কর্মসূচি স্থগিতের কথা উল্লেখ করা হয়।

ক্যাম্পেইনের নতুন দিনক্ষণ পরে জানানো হবে বলে চিঠিতে বলা হয়েছে।

১৯৭৪ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে আসছে। এ কার্যক্রমের ফলে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের কাভারেজ বেড়ে ২০১৭ সালে ৯৯ শতাংশে উন্নীত হয়েছে। এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখে। প্রতি বছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

Spread the love