শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাকুরী জাতীয়করনের  দাবীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)‘র  অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকাল ৯ টা থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দ্বিতীয় দিনের মতো এ অবস্থান কর্মসূচী পালন করছে সিএইচসিপিরা। উপজেলার ২৯ জন সিএইচসিপি ৩২ কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করে।

জানা গেছে, গত ২০১৩ সালে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের  চাকুরী স্থায়ীকরনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি দেয়া হয়। চার বছর পার হলেও আলোর মুখ দেখেনি চাকুরী স্থায়ীকরনের সেই দাবী। তাই চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করার দাবী জানিয়ে আন্দোলনে নামে সিএইচসপিরা।

সিএইচসিপি  ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি একেএম শওকত হোসেন দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন এবং সরকার ও অধিদপ্তরের কাছে চাকুরী রাজস্ব করনের এক দফা দাবী মেনে নেয়ার আহবান জানান।  এ সময় উপস্থিত ছিলেন সিএইচসিপি উপজেলা শাখার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন প্রমুখ।

Spread the love