শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুকি কমান- এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।   এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম, স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার রাঙা,  টেরি ডেম হোমস এর এডভোকেসি অফিসার এ কে এম মাহফুজ আলম।

এ উপজেলায় ৪২১ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ০৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ৩ হাজার ৬শ ৫০টি এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ২৭ হাজার ৬শ ৬০টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

Spread the love