শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূষিরবন্দরে বহুব্রীহি সংস্থার শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সুনীল কুমার সাহা বলেছেন প্রবীন জনগোষ্ঠি উন্নয়নের শক্তি। প্রবীনদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। প্রবীনরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত। তাই প্রবীনদের উন্নয়রনে আমরা পাশে রয়েছি।

গতকাল রোববার মানবতার সেবাদানকারী বেসরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহি’র আয়োজনে ভূষিরবন্দরে বিশিষ্ঠ লেখিকা আফরোজ অদিতি ও আন্তর্জাতীক উন্নয়ন সংস্থা হেলপএইজ ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বহুব্রীহি কার্যালয়ের চত্বরে ৪০টি কমিউনিটির মধ্য থেকে প্রবীন ব্যক্তিদের সনাক্ত করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বহুব্রীহির নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, আমরা প্রবীনদের অধিকার নিয়ে খুবই সচেতন। শুধু শীতবস্ত্র নয়, বহুব্রীহি প্রবীনদের উন্নয়নে সর্বাত্তক সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এসময় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Spread the love