শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় বিক্ষোভে নিহত ৬: আমেরিকার হাত থাকার অভিযোগ

09_venezuela ভেনিজুয়েলায় রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ছয় জনে পৌঁছেছে। দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, হার্ট অ্যাটাকে আক্রান্ত এক নারীকে বহনকারী অ্যাম্বুলেন্স বিরোধীদলীয় নেতা-কর্মীদের ব্যারিকেডে আটকা পড়লে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। ওই নারীর মৃত্যুর ফলে গত প্রায় এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় ছয়জন মারা গেল। এ ছাড়া, এ সময়ে অপর অন্তত ১০০ মানুষ আহত হয়েছে। মঙ্গলবার ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় শহর ভ্যালেসিয়াতে মাথায় গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রী নিহত হন। মটোরসাইকেল আরোহী অজ্ঞাত বন্দুকধারীরা ২২ বছর বয়সি ওই ছাত্রীকে গুলি করে। এ ছাড়া, রাজধানী কারাকাসে গুলিবিদ্ধ হয়ে তিনজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যারুপ্যানো শহরে গাড়িচাপা পড়ে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোলদো লোপেজের বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ ডেকে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে মামলা হতে পারে বলে সংবাদদাতারা জানিয়েছেন। এ সংক্রান্ত খবর জানার জন্য রাজধানী কারাকাসের একটি আদালতের বাইরে লোপেজের শত শত সমর্থক অপেক্ষা করছেন। ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট সমাধানে প্রেসিডেন্ট নিকোলাস মাদূরোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে গত রোববার থেকে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট মাদূরো অভিযোগ করেছেন, মার্কিন সরকার ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করার লক্ষ্যে লোপেজ ও কিছু ছাত্রকে তার সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

Spread the love