মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রাম্যমান সার্কাস খেলা দেখায়ে উপার্যনের পথ খুজে পেয়েছেন প্রতিবন্ধী মফিজুল ইসলাম সহ আরও তিন প্রতিবন্ধী।

মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃশীত মৌসুম এলেই গ্রাম বাংলায় দেখা মেলে ঐতিহ্যবাহী ভ্রাম্যমান সার্কাসের। এমনি এক শীতের দুপুরে দেখা মিলেছে দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলা শহীদ মিনার চত্তরে জমেছে ভ্রাম্যমান সার্কাস খেলা। গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় সার্কস খেলা দেখিয়ে উপার্যনের পথ বেছে নিয়েছে প্রতিবন্ধী মফিজুল ইসলামসহ তিন প্রতিবন্ধী।

আর শিশু থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভীড় জমিয়েছে এই খেলা উপভোগ করতে। কলসি ভরা পানি মাথায় নিয়ে নানা ভঙ্গির নাচের খেলা। পা দুটো উপরে তুলে হাতের উপর ভর করে হেটে যাওয়া, আরও না কতকি।

এক পর্যয়ে প্রতিবন্ধী মফিজুল বলেন, দ্যা রওশন সাকার্স ছেড়ে ২০ বছর ধরে বিভিন্ন এলাকার দর্শকদের মাতাল করে উপার্যনের পথ বেছে নিয়েছেন এই প্রতিবন্ধীরা।

Spread the love