শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুর স্মৃতি

সময় পরিবর্তনের সাথে সাথে বদলে যেতে থাকে মানুষের ভালো লাগার, ভালোবাসার বিষয়গুলো। ২/১ দশক আগে যে ইভেন্টগুলো মনকে নাড়া দিত তা হয়ত এখন হারাতে বসেছে, তার জায়গায় দখলে নিয়েছে এমন কিছু যা উপেক্ষিত হয়েছে ঐ সেই সময়ে। এটাই স্বাভাবিক। এরই ধারাবাহিকতায় যে এক সময় বীরগঞ্জ হাই ইস্কুলের মাঠ জমে থাকতো ফুটবল আর ভলিবল নিয়ে তার জায়গায় এখন দখল নিয়েছে ক্রিকেট। ফুটবলকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে মাঝেমাঝে কিছু টুর্নামেন্ট আয়োজিত হলেও এ মাঠ থেকে হারিয়ে গেছে প্রায় ভলিবল।

ভলিবল প্রতিযোগীটার কোন ছবি দেখলে মনে পরে যায় বীরগঞ্জ হাই ইস্কুলের মাঠে ভলিবল খেলার শৈশবের সেই মধুর স্মৃতি। টিম জয়ন্ত স্যার বনাম টিম পণ্ডিত স্যার। প্রতিদিন বিকেলে টান টান উত্তেজনা। দুই স্যার ভীষণ সিরিয়াস। খেলা শেষে অপেক্ষা করছে গরম গরম জিলাপী। কে জিতবে কে খাওয়াবে- জয়ন্ত স্যার নাকি পণ্ডিত স্যার ?? জয়ন্ত স্যারের প্রভাব একটু বেশি ছিল বলে মনে হত, তাইত তিনি বেছে নেওয়ার চেষ্টা করতেন ভালো খেলোয়াড়দের। আমি নিয়মিত ছিলাম জয়ন্ত স্যারের টিমে। আমি ছিলাম মুলত লিফটার আর জয়ন্ত স্যার স্ম্যাশ করতেন। ভয়ে ভয়ে বল লিফট করতাম, বল উঠবেত কাঙ্খিত উচ্চতায় !! না হলে স্যারের কঠিন দৃষ্টি নয়তবা অতি ব্যবহৃত “ভম্বল দাস” তিরস্কার। খুব উপভোগ করতাম দুই স্যারের বাকবিতণ্ডা এই খেলাকে ঘিরে। রেফারী বেশ তটস্থ থাকত কিছু কিছু সিদ্ধান্ত নিতে। সুস্থ সমাপ্তি শেষে প্রায়শই জয়ন্ত স্যারের হাসি আর সব শেষে মজা করে গরম জিলাপি ভোজন।

লেখাপড়ার মাঝে সুস্থ্য বিনোদনের সংজ্ঞা এর থেকে আর কি হতে পারে। তাইত মাঝে মাঝে ফিরে যাই সেই দিনের কাছে যেখানে শুধুই ছিল ভালোলাগা আর ভালোলাগা।

=  লেখাটি পাঠিয়েছেন ঢাকায় কর্মরত  বীরগঞ্জের কৃতি সন্তান এটিএম এ মতিন =

Spread the love