শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাজঘরে

রোববার তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত  ৭উইকেট হারিয়ে ৪৮৪রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ডাবল সেঞ্চুরিয়ান  ব্রেথ ওয়েটের ইনিংস থামে ২১২রানে। তাকে সাজ ঘরে ফেরান তাইজুল ইসলাম।

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৩উইকেটে ৪০৭রান।

 

২২৬বলে ৮৫রান নিয়ে ক্রিজে অপরাজিত ছিলেন চন্দর পল। অপর প্রান্তে অপরাজিত ব্যাটসম্যান কেমার রোচ। তিনি ৪বলে ২রান করতে সক্ষম হন।

 

অভিষেক ম্যাচেই ৫উইকেট পেয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। ১টি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও রুবেল হোসেন।

 

এরপর ব্যাটিং করতে নেমে ১রানের মাথায় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। অভাগা তামিম ইকবালের ব্যাট থেকে আসে মাত্র ১রান।

 

দলীয় ১৮রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।সাজ ঘরে ফিরেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৯রানে টেইলরের বলে ব্রাভোর হাতে ক্যাচ দেন ইমরুল।

 

তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন শামসুর রহমান শুভ ও মুমিনুল হক।মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৩রান যোগ করেছেন এই দুই ব্যাটসম্যান।২উইকেট হারিয়ে বাংলাদেশের দলীয় রান৪১।  শামসুর ১৫ ও মুমিনুল হক ১৪রানে ব্যাটিং করছেন।  

Spread the love