শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনি স্যার সৃতি ফুটবল টুর্নামেন্ট এবং কিছু কথা

বীরগঞ্জ হাই ইস্কুলের সামনের এই মাঠটির সাথে সম্পর্ক ক্লাস রুমের চেয়ে কোন অংশে কম ছিলনা। এ মাঠে যখনই সুযোগ হয়েছে গোলাকার বলটি বারবার টেনে নিয়েছে তার কাছে, বিকেলে সকালে কিংবা ক্লাসের ফাঁকে দুপুরে, সুনির্দিষ্ট কোন সময়ে বা নিয়মে তা বাধা ছিলনা। ফুটবল ছিল আমার আত্মার সাথে মিশে।পেশাদার ফুটবলার আমি কখনই ছিলাম না, এমনকি পায়ে বুট পরে ফুটবল খেলার সুযোগও খুব একটা হয়ে উঠেনি। এটিতে ছিল নিতান্দই শুধু আনন্দ আর আনন্দ।ফুটবলকে দেখলে এখনও মনে হয় সেনা, লালু, রাজাশ্যাম, রউফদা, শুভাস দা, রফিক দা অনেকের কথা। আজকে ফেসবুকের পাতায় বীরগঞ্জের ফুটবলের খবর পেয়ে সবচেয়ে বেশি মনে হচ্ছে শ্রদ্ধ্যেও প্রয়াত মনি স্যার এর কথা। স্যার এর আমার খেলা খুব মনে ধরেছিল। তাইত তিনি আমার বাবাকে একদিন অনুরোধ করে বসলেন আমাকে এক জোড়া বুট কিনে দিতে। বাবার এতে আপত্তি ছিল। তবে স্যার তাঁকে নিশ্চিত করেছিলেন এতে আমার পড়াশুনার ক্ষতি হবে না। বাবা তাঁর কথা রেখেছিলেন। সেকি আনন্দ ছিল সেদিন। স্যার নিবিড় পরিচর্যায় নতুন বুট পরে আমাকে কতইনা খেলতে সহায়তা করেছিলেন। ফুটবলার হিসেবে বেশিদুর এগুতে পারিনি, তবে এর সাথে সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তাইত যখনি দেখি ফুটবল আর এক জোড়া বুট তখনি ভেসে আসে আমার প্রিয় মনি স্যার এর সৃতি আর এর সাথে জড়িয়ে থাকা অনেক অনেক কথা।
মনি স্যার সৃতি ফুটবল টুর্নামেন্ট মাঠে দাঁড়িয়ে দেখার সুযোগ এবার হচ্ছেনা তবে আমার প্রিয় মাঠে প্রিয় স্যার এর নামে ফুটবল টুর্নামেন্ট আমাকে অনেক অনেক আবেগ তাড়িত করে, দূর থেকেও নিয়ে যায় তাদের সকলের কাছে যাদের সাথে ফুটবল খেলেছি, ফুটবলকে ভালোবেসেছি।
ধন্যবাদ এ টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে।

লেখক-এটিএম মতিন, সাবেক সেনা কর্মকর্তা।

Spread the love