শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মস্তিষ্কের জিপিএস ব্যবস্থা উদ্ভাবনে নোবেল জয়

Nobelযুক্তরাজ্যের গবেষক জন ও’কিফ এবং নরওয়ের বিজ্ঞানী দম্পতি মে-ব্রিট মোসার ও এডওয়ার্ড মোসার মস্তিষ্কে এমন কোষের সন্ধান দিয়েছেন যা জিপিএস ব্যবস্থা গঠন করে।

এই উদ্ভাবনের কারণে তাদের তিনজনকে চিকিৎসা বিজ্ঞানে অবিস্মরনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ নোবেল পুরষ্কার দেয়া হচ্ছে।

এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, ওই কোষগুলো আমাদের অবস্থান চিহ্নিত করে, আমরা কোথায় যাচ্ছি তা চিহ্নিত করে এবং এই সবকিছু মনে রাখতেও সাহায্য করে।

নোবেল কমিটি বলেছে, আলঝেইমার রোগীদের নিয়ে গবেষণায়ও সহায়ক হবে মস্তিষ্কের এই জিপিএস ব্যবস্থার উদ্ভাবন। এই রোগীরা কেন তাদের চারপাশের পরিবেশ চিনতে পারে না- এই জাতীয় প্রশ্নের উত্তরও পাওয়ার আশা করছে কমিটি।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

Spread the love