শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

মোঃ ইউসুফ আলী ঃ মহান বিজয় দিবস- ২০১৮ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বীর মুক্তিযোদ্ধাগণকে  বিশাল সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। গত রবিবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদেরকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাকে বিজয় ফুলের একটি করে কোর্ট পিন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপ কমিটির আহ্বাহক ও স্থানীয় সরকার’র উপপরিচালক মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ। আমত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি জেলা কমান্ডার মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা সাবেক কমান্ডার মোঃ লোকমান হাকিম। অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিসার ক.খ. মোঃ আলাওল হাদীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক মোঃ ওয়াহেদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ জয়নুল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা মোঃ রশিদুল মান্নাফ কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ

Spread the love